Saturday , 10 January 2026 | [bangla_date]

কাহারোলে ইরি-বোরো বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে ইরি-বোরো চাষীরা বোরো ধানের বীজকে কুয়াশা ও তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য বীজতলায় পলিথিন ব্যবহার করছেন এখন। এক দিকে যেমন ঘনকুয়াশা ও ঠান্ডার আক্রমণ হতে রক্ষা পাচ্ছে, অন্যদিকে চারাগুলো পলিথিনের নীচে সতেজ থাকছে বলে অনেক কৃষক জানান। অত্র উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫শত ৮০ হেক্টর জমিতে বোরো চাষ হবে। সেই অনুযায়ী বীজ তলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৫ হেক্টর জমিতে। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর গ্রামের ইরি-বোরো চাষী মোঃ শামসুল আলম জানান, তিনি এবছর ইরি-বোরো ধান চাষ করবেন ৬ একর জমিতে। সেই জন্য তিনি আগাম জাতের ইরি-বোরো ধানের বীজ বপন করেছেন। শীত ও কুয়াশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীজগুলোকে পলিথিন দিয়ে ঠেকে রেখেছেন। অপরদিকে আরেক চাষী মোঃ মফিজুল ইসলাম বলেন, আমি এ মৌসুমে ৭ একর জমিতে ইরি-বোরো চাষ করবো। সেই জন্য ব্রীধান-২৯ ও ব্রীধান-৮৯ জাতের বীজ জমিতে বপন করেছি এবং বীজতলা সম্পূর্ণরূপে বীজগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। যাতে করে বীজগুলো ভালো থাকে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, উপজেলার কৃষকদের বীজতলাগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে করে চারাগুলো নষ্ট না হয় এবং এই বিষয়ে কৃষকদেরকে সার্বক্ষনিক পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও