কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে কাহারোল উপজেলায় মাঠ জুড়ে এখন পেঁয়াজের চারা রোপনের মহা উৎসব চলছে। তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের প্রস্তুত করা জমিতে পেঁয়াজের চারা রোপন করেছেন দিন মুজুর শ্রমিকরা। অত্র উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বছর ১৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। গতকাল উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে পেঁয়াজ চাষিরা তাদের পরিবারে সদস্য ও দিন-মুজুর নিয়ে পেঁয়াজের চারা তুলছেন কেউ বা আটি বাঁধছেন সব মিলিয়ে এই উপজেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ আবাদের মহাকর্মযজ্ঞ চলতে দেখা যাচ্ছে। উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পেঁয়াজের চারা বিক্রেতা মোঃ সাইফুল ইসলাম বলেন, তিনি এই মৌসুমে ১২ শতক জমিতে বীজ তলায় পেঁয়াজের ৪ কেজি বীজ বপন করেছি। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি’২৫) কাহারোল হাটে পেয়াজের চাঁরা বিক্রি করতে এসেছেন এযাবৎ ৮৫ হাজার টাকা চাঁরা বিক্রি করেছেন। তার খরচ হয়েছে ২৫ হাজার টাকার মতো। অপর চাষী মোঃ আব্দুল হামিদ জানান, আমি এ মৌসুমে ২ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করছি। আবহাওয়া ভালো থাকলে আশা করি পেয়াজ ভালো হবে। তবে এবার শ্রমিক, সার, ওষুধ, বীজের দাম বেশি তাই খরচ বেড়ে গেছে দ্বিগুন। চাষি সিরাজুল ইসলাম বলেন ১বিঘা জমিতে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা খরচ হয়ে যাবে। পেঁয়াজের দাম ভালো না পেলে লোকসানের আশঙ্কাও আছে বলে জানান তিনি। এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান বলেন, পেঁয়াজের উৎপাদন ভালো জাতে হয় সে জন্য কৃষি বিভাগ কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন। তিনি আরো জানান, লক্ষ্য মাত্রার চেয়েও এবার বেশি জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেঁয়াজ উৎপাদন বাড়ানোর লক্ষে মাঠ পর্যায়ে আমাদের অফিসের কর্মকর্তারা সার্বক্ষনিক কৃষকদের পার্শ্বে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।


















