কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দিনাজপুরের কণ্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলা সদরের মরহুম নাসির উদ্দীন চেয়ারম্যানের হাসকিং মিলের চাতালে উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মাহফিলে পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও তার শাসনামল নিয়ে স্মৃতিচারণের লক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্জ্ব মোঃ মনজুরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ শামীমা পারভীন রনি, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে: মোঃ মতিউর রহমান ও মোঃ রেজাউল ইসলাম দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা যুব দলের আহŸায়ক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, বিএনপির সদস্য মো: মেহেদী হাসান সুমনসহ ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

















