কাহারোল (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোকারম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: রাসেল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা: রিনা আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র রায়, পল্লী উন্নয়ন অফিসার নীহারর ঞ্জনরায়, মো: মিজানুর রহমান, অভিভাবক- কার্ত্তিক চন্দ্ররায়,নলনী কান্তরায়, স্বাধীন চন্দ্র রায়,শিক্ষক স্মৃতি রানী রায় ও মোঃনাজমুল হোসেন।আলোচনা শেষে প্রধান অতিথিবীর মুক্তিযোদ্ধা মোঃরফিকুল ইসলাম ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মির্জাপুর শিক্ষা ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনের আত্ম প্রকাশ করেন

















