Saturday , 17 January 2026 | [bangla_date]

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে। অত্র কাহারোল উপজেলা ৬টি ইউনিয়নে এবার ভূট্রা চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও এবছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভুট্টা চাষীরা। তবে শীর্তের প্রকোপ কম থাকা সঠিক সময়ে বৃষ্টি রোদ্রের প্রখরতা না থাকায় ভূট্রার ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর ভূট্রা চাষে ঝুঁকে পড়েছেন উপজেলার অধিকাংশ কৃষকরা। এবার ভূট্টার বাম্পার ফলনে আশাবাদী তারা। অনুকুল আবহওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে আগ্রহ সৃষ্টি হওয়ায় সল্প খরচে যথাসময়ে কৃষকেরা এবছর ভূট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন চাষীরা। ভূট্টা চাষাবাদের খরচ কম অথচ ফলন ও দাম বেশী পাওয়ায় গত বছরের মত এবছরও ভূট্টা চাষে কৃষকেরা আগ্রহ দেখাচ্ছেন। গত বছর বাজারে ভূট্টার দাম বেশী পাওয়ায় বিভিন্ন এলাকায় কৃষকরা ভূট্টা চাষ বেশী হয়েছে। তবে গতবছরের চেয়ে এবছর কিছুটা কম ভূট্টা চাষাবাদ করা হয়েছে। ভূট্টা চাষাবাদের মাধ্যমে পাল্টে যাচ্ছে এই উপজেলার মানুষের জীবন যাত্রার মান। উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসমে উপজেলায় ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। আলু উত্তোলনের পর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা করছেন। গত বছর প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ ৩৯ হাজার ৪৪০ মেট্রিক টন ভূট্টা। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজি কাটনা গ্রামের কৃষক মোঃ সাইদুল ইসলাম জানান, আমাদের এখানে ধানের চাষ বেশী । তবে ভূট্টা চাষাবাদে লাভজনক হওয়ায় এবছর নতুন করে ভূট্টা চাষ শুরু করেছি। একই এলাকার আরেক কৃষক মোঃ শরীফ উদ্দীন বলেন, ভূট্টা চাষাবাদ করে কৃষকরা লাভবান হয়, তাই ভূট্টা চাষাবাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই উপজেলায়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান চাষে খরচ বেশী লাভ কম হওয়ায় আমরা ভূট্টা চাষাবাদে আগ্রহ হয়েছি। তবে, সার, কীটনাশকের মুল্য যদি সহনীয় পর্যায়ে থাকতো তাহলে লাভ আরও বেশী হতো। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম জানান, ভূট্টা সহ নানা ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। কৃষকেরা যেন সহজে কৃষি উপকরণ পায় সেই জন্য বীজ, সার, কীটনাশক ও জ্বালানি তেলের জন্য স্বার্বক্ষনিক মনিটরিং করে আসছি। এবছর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে ভূট্টার। উপজেলায় ভূট্টা চাষাবাদের মাধ্যমে কৃষকরা কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাইডেনের জয়ে রাজপথে জনতার উল্লাস

ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি” স্লোগানে খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

নেশাগ্রস্থের হাত থেকে বাঁচতে থানায় অভিযোগ

মায়ের জমি ফিরে পেতে ফুলবাড়ীতে আদিবাসী  পরিবারে ৩৬ বছরের আইনী লাড়াই

মায়ের জমি ফিরে পেতে ফুলবাড়ীতে আদিবাসী পরিবারে ৩৬ বছরের আইনী লাড়াই

বঙ্গবন্ধু সেতুর সমান দৃশ্যমান হলো পদ্মা সেতু

শীতের সকালে দুই টাকায় কম্বল নিয়ে হাজির তরুণ শিক্ষার্থীরা

বোদায় যুব ইউনিয়নের সভাপতি মানিক সম্পাদক মামুন নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর শাকিল হত্যা মামলার আসামি এক মাস ধরে পলাতক, ইউপি চেয়ারম্যানকে খুঁজছে পুলিশ !

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনায় বিচার না পেয়ে সংবাদ সম্মেলন