Saturday , 17 January 2026 | [bangla_date]

কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী।
শনিবার (১৭ জানুয়ারী-২০২৬) দিনাজপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়া হার্ট ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর ২০২১-২০২২ সেশনের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের তৃতীয় বর্ষের ১২তম ব্যাচ ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ৩য় বর্ষের ২য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শেখ সাদেক আলী বলেন, অনেকেই মানুষের সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে চায়। এমনই সেবামূলক এক পেশা হচ্ছে নার্সিং। এই পেশায় একদিকে যেমন মানুষের সেবা করা যায়, তেমনি ভবিষ্যতও উজ্জ্বল। বর্তমানে দেশে তো বটেই, বিদেশেও নার্সিং পেশার দক্ষ ও অভিজ্ঞদের চাহিদা রয়েছে ব্যাপক। তাই এ পেশায় বর্তমান যেমন রয়েছে সম্মান, তেমনি রয়েছে সম্ভাবনা।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ জিয়াউল হক জিয়া এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ আনোয়ারুল কবির। স্বাগত বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের উপাধ্যাক্ষ মোস্তফা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেয়ার নার্সিং কলেজের প্রভাষক জোসনা আরা বেগম, প্রভাষক ফিরোজা বেগম, প্রভাষক আম্বি আরা, প্রভাষক প্রমিলা তেরেজা গোমেজ, প্রভাষক উম্মে হাবিবা, প্রভাষক জোসনা আরা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লাইলাতুল জান্নাত, আসিফ ইসলাম বাধন, ফিরোজ আলম, তিথি রানী রায়, শিক্ষার্র্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন সিরাজুম মুনিরা, সাব্বির আল সিয়াম, সাবিহা আক্তার, আয়েশা সিদ্দিকা, রিদয় সরেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার নার্সিং কলেজের সচিব শাহ্ মোঃ শাহজাহান আলী, শিক্ষকবৃন্দ, প্রতিষ্ঠানের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থী লিয়াকত আলী, পবিত্র গীতা হতে পাঠ করেন শিক্ষার্থী শোভন দাস এবং পবিত্র বাইবেল হতে পাঠ করেন রিম্পা সরেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ১২টি বীড় নিবাসের কাজের উদ্বোধন করেন– মোঃ দবিরুল ইসলাম এমপি,

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

পীরগঞ্জে আমন চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

রাণীশংকৈলে কমল মতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

পঞ্চগড়ের সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ৮

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল

রাণীশংকৈলে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য প্যাকেটজাত করণে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শহিদুলের বিরুদ্ধে