চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. তারেক হোসেন দিনাজপুরের
চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন।
গতকাল ২০ জানুয়ারি মঙ্গলবার তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্যাকেজে বিতরণকৃত গবাদিপশুর খামার পরিদর্শন করেন। এছাড়াও খামার ব্যবস্থাপনা ও পশুর স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শেষে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

















