চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের
বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের
মাঝে পুরস্কার বিতরণ করলেন সদর ইউএনও
দিনাজপুররের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ প্রতি বছরের মত এবারও আনন্দমুখর পরিবেশে’র মধ্য দিয়ে বার্ষিক ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
৩ জানুয়ারী শনিবার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির সভাপতি পারমিতা পাল। চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাকিল আহম্মেদ সভাপতির বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রিয় শোক পালনের কারণে আজ আমরা এই অনুষ্ঠান করছি। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সদর এর একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পারমিতা পাল মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নতুন বই বিতরণ করেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে।

















