বুধবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জনসংগঠনের দিনাজপুর জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগিতায় জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান লুফৎর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিডিএ’র উপ-পরিচালক জাফর আলম ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় রায়। সভায় ৯ উপজেলা হতে ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উপস্থিত সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি ভেঙ্গে ফেলে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। তারা হলেন, আহবায়ক- আব্দুস সালাম, সদস্য সচিব- হেম বালা, সদস্য নিমাই, সাবিনা হেম্ব্রম, মোকনেসিমা। সভায় আগামী ৬ মার্চ নতুন কমিটির নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।।

















