পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের রংপুর বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের মো. সাহিরুল ইসলাম। সম্প্রতি জাতীয়তাবাদী নবীন দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। কমিটিতে গোলাম রহমান সুমনকে সমম্বয়ক ও এস এম রাজ্জাকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং সাহিরুলসহ পাঁচ জনকে সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বর্তমানে তিনি পঞ্চগড় পৌরসভার ২নং ওয়ার্ড বিএপির সভাপতি ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য। এর আগে মো. সাহিরুল ইসলাম ১৯৯১ সালে ওয়ার্ড যুবদলের সদস্য হিসেবে বিএনপির রাজনীতিতে আসেন। পরে তিনি জেলা যুবদলের সদস্য নির্বাচিত হন। পরে ভোটের মাধ্যমে পঞ্চগড় পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর একই ওয়ার্ডে বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।


















