আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দিনাজপুর সভাপতি আহমেদ শফি রুবেল লাঙ্গল মার্কার ভোট চেয়ে এক. তার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি তার বক্তব্যে বলেন, “এরশাদের শাসন আমল ছিল দেশের উন্নয়নের স্বর্ণযুগ। দেশে আবারো সেই সুশাসন ও শান্তি ফিরিয়ে আনতে হলে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”গতকাল মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের কালিতলা নিউমার্কেটে ফল ও আড়তদার ব্যবসায়ী আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় আহমেদ শফি রুবেল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, প্রতিটি বাড়িতে গিয়ে লাঙ্গলের মার্কার বার্তা পৌঁছে দিতে হবে এবং নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রমুখী করতে হবে। নিউ মার্কেটের ফল ব্যবসায়ী সাবেক সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে ও ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লবএর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাহাদুর বাজার ফল আড়দদার ব্যবসায়ী সভাপতি রাজু.এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় যুব সংঘটি জেলা শাখার আহ্বায় নাসিম খান পিরু. জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব আনিসুর রহমান মিলন.পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার প্রমুখ।
দিনভর শিকদার হাট. ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শোনেন এবং ব্যাপক গণসংযোগ করেন। ৫ নং শশরা ইউনিয়নেরপরে ফুলতলা প্রাঙ্গন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

















