পঞ্চগড় প্রতিনিধি
১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান উত্তরের জেলা পঞ্চগড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আগামীকাল শুক্রবার তিনি পঞ্চগড়ের চিনিকল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর তিনি পার্শ্ববর্তি ঠাকুরগাঁওসহ অন্যান্য জেলা সফর করবেন। তার আগমনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন।
গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর অফিসে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা আমীর বলেন, আগামী ২৩ জানুয়ারী শুক্রবার সকালে পঞ্চগড়ের ১ ও ২ আসনে নির্বাচনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। সেখানে দলীয় ও জোটের শরীক প্রার্থীর পক্ষে ভোট চাইবেন তিনি। জনসভায় কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দগণ ছাড়াও শরীক দলের প্রার্থী ও তাদের জেলা-উপজেলার নেতৃবৃন্দগণ উপস্থিত থাকবেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পঞ্চগড়ের দুটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও পঞ্চগড়-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, পঞ্চগড়-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া উপস্থিত ছিলেন।
















