মোঃ মোবারক আলী, ঠাকুরগাও থেকে ঃ রাজনীতি করে ধনী হইনি বরং রাজনীতি করতে গিয়ে পৈত্রিক ধন সম্পদ বিক্রি করতে হয়েছে। হিন্দু ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, হিন্দু ভাইয়েরা আপনারা ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিবেন। তবে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। এটা আপনাদের অধিকার। রবিবার(২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও ১ এ নিজ নির্বাচনী পথসভা কালিতলায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের সাদ্দামকে ইঙ্গিত করে মির্জা ফখরুল আরো বলেন, ঢাকায় বাসা থেকে নিয়ে গেলো আমাকে। জেলে নিয়ে যাওয়ার পরে শুনলাম আমার স্ত্রীর খুব অসুখ। অপারেশন করতে হবে। তবুও আমাকে জেল থেকে মুক্তি দেয়নি। জেলে থাকা অবস্থায় আমার স্ত্রীকে অপারেশন করতে হয়েছে। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। তবে কখনও মাথা নত করিনি। আমাদের একটাই দাবি আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেটা এবার পেয়েছি ভোটের তফসিলও হয়েছে। আর একটি দল ভোট না হওয়ার জন্য বানচালের চেষ্ঠা করছে।
দেশের সমৃদ্ধি ও আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনারা বিএনপিকে ভোট দিন বিএনপি আপনাদেরকে নিরাশ করবে না ইনশাআল্লহ। আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।


















