আব্দুর রহমানঃ বোদা(পঞ্চগড়):ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির একটি মানবিক ও সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় ব্যাপক আকারে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট এক হাজার কম্বল ও শীতবস্ত্র স্থানীয় অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে, যা তীব্র শীতের মধ্যে তাদের জন্য এক প্রকার অনুভূতির আশ্রয় হয়ে এসেছে। এ বৃহৎ কর্মসূচির সমাপনী পর্ব হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বোদা উপজেলায় একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শহীদ মিনার চত্বরে বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোস্তফা সারোয়ার তেনজিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম সদস্য আবুজার হাসনাত আদেল। অনুষ্ঠানে বোদা উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লা থেকে আগত দুই শতাধিক দুস্থ ও প্রান্তিক মানুষকে নতুন কম্বল প্রদান করা হয়। উপস্থিত সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।
আবুজার হাসনাত আদেল বলেন, “শুধু শীতবস্ত্রই নয়, আমরা পঞ্চগড়ের সমন্বিত উন্নয়ন ও জনসেবামূলক নানা প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের প্রেরণা।”
ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা সারোয়ার তেনজিং তার বক্তব্যে বলেন, “পঞ্চগড় আমাদের সবার প্রাণের জেলা। ঢাকায় থেকেও আমরা জেলার মানুষের দুঃখ-দুর্দশায় নিজেদের সমব্যথী মনে করি। এই শীত মৌসুমে যারা চরম অনটন ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জেলা সমিতি ভবিষ্যতেও এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, এবারের কার্যক্রমে পঞ্চগড় সদর, আটোয়ারী, বোদা, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ এ মানবিক উদ্যোগের সফল বাস্তবায়নে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকল সহযোগী ও শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















