নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃআগামী ১২ জানুয়ারি সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতার আগমনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে বইছে উৎসবমুখর আমেজ, নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব।
মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল মাঠে সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরিদর্শনকালে তিনি মাঠের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম নিশ্চিত করতে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
ডা. জাহিদ হোসেন জানান, এই সফরটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যক্তিগত। তিনি বলেন, সফরে যাতে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের নির্বাচনী ব্যানার বা ফেস্টুন প্রদর্শন করা না হয়।
দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমান এই সফরে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। তিনি মূলত মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ এবং তার নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। জুলাই আন্দোলনে শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।
আগামী সোমবার ১২জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নিতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আসছেন। এজন্য আমরা ডা. জাহিদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান,দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের আগমনে তারা উজ্জীবিত। প্রিয় নেতাকে বরণ করে নিতে তারা এখন প্রহর গুনছেন।


















