Friday , 9 January 2026 | [bangla_date]

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

পঞ্চগড় প্রতিনিধি
চলতি মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় সারাদেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। আবহাওয়া অফিসের হিসেবে তা মাঝারী শৈত্যপ্রবাহ। গত বৃহস্পতিবারও সেখানে সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল সারাদিন রোদ থাকায় বিকেলে তিনটায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে একাধিক শৈত প্রবাহ বয়ে যাবে এই অঞ্চলের উপর দিয়ে। সেই ক্ষেত্রে তাপমাত্রা ৪ ডিগ্রীর নিচে নেমে যাওয়ার শংকা রয়েছে। তীব্র শীতে শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্ক মানুষরা। তীব্র ঠান্ডায় কাজ করতে না পারায় শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। এই মুর্হতে শীত বস্ত্রের পাশাপাশি মানুষে খাদ্য সহায়তা জরুরী হয়ে পড়েছে। তীব্র শীতে বোরো আবাদ ব্যাহত হতে বসেছে। ঘন কুয়াশায় বোরো বীজতলা ক্ষতিগ্রস্থ হচ্ছে। শীতে গবাদি পশুর নানা রোগ বালাই বাড়ছে। ঘটছে প্রাণহানীও।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড় জেলা হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় সর্বনি¤œ তাপমাত্রা নির্ভর করে উত্তরের হিম বাতাসের ওপর। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঘন কুয়াশা না থাকলেও উত্তরের হিম শীতল বাতাসের কারণে সারাদেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সকাল থেকে প্রায় সারাদিনই রোদ থাকায় বিকেল তিনটায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।
এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে ২৩ লাখ টাকার শীতবস্ত্র সংগ্রহের প্রস্তুতি প্রায় চুড়ান্ত। এ ছাড়া সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত