তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তেতুলিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন তিন গ্রুপে বিভক্ত করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যায়ক্রমে কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সানা হাস্কিং মিল ময়দানে তেতুলিয়া সদর, তিরনই হাট ও বাংলাবান্ধা ইউনিয়ন এর বিএনপি’সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শালবাহান ও দেবনগর ইউনিয়ন এর নেতাকর্মীদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেলের সদস্য কেন্দ্রীয় কৃষক দলের নেত্রী মাহবুবা হাবিব। এছাড়াও পঞ্চগড়-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির-এর ছোট ভাই ব্যারিষ্টার নওফল জমির।
তেতুলিয়া উপজেলা বিএনপি এর সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু সভাপতিত্বে তেতুলিয়া উপজেলা বিএনপি এর সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, উপজেলা কৃষক দল, যুবদল, ওলামা দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, মহিলা দল, শ্রমিক দল, ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।বিএনপি সহ -সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। কর্মশালায় আগত নেতাকর্মীদের মাঝে নির্বাচনী দিকনির্দেশনা, সাংগঠনিকথ প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা অংশ নেন ব্যারিস্টার মোহাম্মদ নওফেল জমির।

















