Monday , 5 January 2026 | [bangla_date]

তেভাগা’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

‘তেভাগার চেতনা ভুলি নাই-ভুলবো না’-এই ¯েøাগানকে ধারণ করে তেভাগা আন্দোলনে প্রথম শহীদ সমির উদ্দীন ও শিবরাম মাঝির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্মরণ করা হয়। রবিবার সকালে দিনাজপুর তেভাগা চেতনা পরিষদের উদ্যোগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নেরতালপুকুর-বাজিতপুর গ্রামের চেন্দু বটতলায় তেভাগা আন্দোলনে বীর শহীদ ও সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো শেষে আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র সভাপতিমÐলির সাবেক সদস্য কমরেড মো. আলতাফ হোসাইন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সাংবাদিক আসাদুল্লাহ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র দিনাজপুর সদর কমিটির সাধারণ সম্পাদক কর আইনজীবী দুর্যোধন রায় দুর্জয়, খেলাঘর দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রমথেশ শীল,হাজী মোম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সজিব কুমার রায়, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাবনা’ (সমাজ ও মানবিক বিকাশ)-এর পক্ষে শিশির শাহ ও শহীদদের পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, অবিভক্ত বাংলার ইতিহাসে কৃষক সংগ্রামের ইতিহাসে তেভাগা আন্দোলন আজও গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে। বাংলায় যে তিনটি বড় ধরনের কৃষক বিদ্রোহ হয়েছিল তার মধ্যে সবচাইতে উজ্জ্বলতম অধ্যায় হলো তেভাগা আন্দোলন। তবে এই আন্দোলনের প্রায় ৮০ বছর পরও কৃষকরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, সার-বীজ-কীটনাশক-পানির মতো জরুরি কৃষিপণ্য সহজ শর্তে ও কমমূল্যে কৃষকরা এখনো পাননা বলে বক্তারা অভিযোগ করেন।
প্রসঙ্গত,১৯৪৭ সালের ৪ জানুয়ারি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের তালপুকুর-বাজিতপুর গ্রামে তেভাগা আন্দোলনে প্রথম শহীদ হন কৃষক শিবরাম মাঝি ও সমিরউদ্দিন। পরবর্তীতে গুলিবিদ্ধ হয়ে শহীন হন খুকিরাম মার্ডি, খিলুহাসদা, পরেশ মহন্ত, দায়ারামসহ ছয় জন কৃষক ও খেতমজুর। এছাড়া তেভাগা আন্দোলন চলাকালে দিনাজপুরের অন্যান্য এলাকার পুলিশের গুলিতে প্রাণ হারান ১৬ জন কৃষক-খেতমজুর ও বর্গাচাষী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরন

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

জেলা প্রতিবন্ধী ফেডারেশনের গোল টেবিল বৈঠকে বক্তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে

গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলা নয় যেন জমজমাট ঘোড়ার হাট !

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন দিনাজপুরে দোয়া-মাহফিল আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে

ফুলবাড়ী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় ওয়াহিদুল ইসলাম ডিফেন্স সাধারণ সম্পাদক ও আব্দুল কাইয়ুম সহ-সভাপতি নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হাজতীদের শীতবস্ত্র দিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার

ঠাকুরগাঁওয়ে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

চীনের অর্থায়নে ১০০০ শষ্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালটি বোদায় স্থাপনের দাবীতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত