আমরাও ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে চাই, প্রতিবন্ধীদের আকুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে চলছে উঠান বৈঠক, র্যালী, সচেতনতামুলক সভা। প্রতিবন্ধীরাও যেন ভোট কেন্দ্রে যায় এবং ভোট দিতে পারে। অভিযোগ রয়েছে বিভিন্ন অবকাঠামোগত কারনে প্রতিবন্ধী মানুষরা কেন্দ্রে ভোট দিতে যায় না। বাঁধা দুর করে প্রতিবন্ধীরা যেন ভোট কেন্দ্রে যেতে পারে এজন্য নির্বাচন কমিশনের কাছে দাবী জানিয়েছে প্রতিবন্ধী সংগঠনগুলো।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে অর্ন্তভুক্তিমুলক নির্বাচনে প্রতিবন্ধীদের ব্যক্তিদের ভোটাধিকার সচেতনতা বৃদ্বিতে র্যালী শেষে উঠান বৈঠক অনুষ্টিত হয়।
ওঠান বৈঠকে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা বলেন, আমাদের দাবী প্রতিবন্ধী মানুষরা যেন সাধারন ভোটারদের ন্যায় তারাও ভোটাধিকার প্রয়োগ করতে পারে । নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা ২০১৩আইন অনুযায়ী ১২ধরনের প্রতিবন্ধা আছে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। প্রতিবন্ধিরা ভোটকেন্দ্রের যেখানে চাইবেন সেখানেই যেন ভোট দিতে পারেন, নিচতলা হতে হবে, থাকতে হবে র্যাম। সহায়তার জন্য থাকতে হবে সেচ্ছাসেবীদের।
প্রতিবন্ধীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ভোটকেন্দ্রগুলোতে অবকাঠামোগত বাধাসহ নানা প্রতিবন্ধকতার কারনে ভোট দিতে পারেনা। বাধা থাকলেও প্রতিবন্ধীরা কেন্দ্রে যেতে চান।
ওঠান বৈঠকে অংশগ্রহনকারী ৯০জন প্রতিবন্ধীকে অর্ন্তভূক্তিমূলক ভোট শিক্ষা বিষয়ে প্রশিক্ষন দেন মাহফুজ হাকিম।
তিনি জানান. প্রতিবন্ধী ও বয়স্ক বা শারিরীকভাবে অক্ষমদের সহায়তায় নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে বিএনসিসি, স্কাউট বা স্বেচ্ছাসেবী নিয়োজিত করার কথা জানিয়েছেন।
সমাজ সেবা অধীদপ্তর এর তথ্য মতে দিনাজপুরে ৯২ হাজার ৭৪৫ জন প্রতিবন্ধী রয়েছেন।


















