জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে দিনাজপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুর জিলা স্কুলের বাংলা বিভাগের শিক্ষক শাহজাহান সাজু।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও দীর্ঘদিনের নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—তিনি এর আগেও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে দিনাজপুর জেলা পর্যায়ে এবং ২০২২ সালে রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছেন।তিনি একাধারে নিষ্ঠাবান শিক্ষক, শিক্ষায় উদ্ভাবক এবং লেখক।শিক্ষা ও লাইব্রেরির সমন্বয়ে তাঁর নির্মিত ‘এডুকেশন ক্যাফে’ নামক প্রতিষ্ঠানটি দিনাজপুরে একসময়ে সাড়া জাগিয়েছিল–যা রংপুর বিভাগীয় ইনোভেশন শোকেসিং২০২০-এ তৃতীয় স্থান অধিকার করেছিল । এছাড়াও দিনাজপুর জিলা স্কুলে ২০১৬ সালে তাঁর প্রতিষ্ঠিত ‘ফ্লেপার এডুকেশন বোর্ড’ নায়েম কর্তৃক স্বীকৃত হয়েছিল। ভাষাশহীদ, মাওলানা ভাসানী, সেক্টর কমান্ডার, কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন, নেতাজি সুভাষচন্দ্র বসু তাঁর রচিত উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ।
একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষাঙ্গনসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে তার অবদান আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে শিক্ষক শাজাহান সাজু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই সম্মাননা তাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে, যাতে আগামী প্রজন্ম গঠনে তিনি আরও আন্তরিকভাবে কাজ করতে পারেন।

















