বৃহস্পতিবার দিনাজপুরে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর সদর ৩ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মো: রিসালাত ইসলাম সজীব। দিনাজপুর জেলা ছাত্রদল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনার চিন্তা-চেতনাকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার আহবান জানিয়ে বলেন,ছাত্রদের নৈতিকভাবে সৎ থাকতে হবে। ছাত্ররাই পারে সুন্দর, সমাজ ও জাতি গঠন করতে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে ছাত্রদের দায়িত্ব হল জনগণকে উদ্বুদ্ধ করে ভোটের অধিকার নিশ্চিত করা। প্রধান আলোচক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম সজীব বলেন, বিগত ১৬ বছর ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল। ভোটের অধিকার ফিরিয়ে আনতে অপেক্ষা করছে ১২ ফেব্রæয়ারি, এ দিন থেকেই গণতন্ত্রের যাত্রা শুরু করবে। গণতন্ত্রের এ যাত্রায় সাধারণ শিক্ষার্থীদের অংশীদার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব তারেক রহমানের নেতৃত্বে আজকের প্রশিক্ষণ কর্মশালায় এই হবে শপথ। দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রুবেল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুজার সেতুর সঞ্চালনে অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণে বক্তব্য রাখেন,সহ আলোচক স্টেট ইউনিভার্সিটির ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আবির,দিনাজপুর মেডিকেল কলেজের আহবায়ক ডাক্তার নুরজামাল সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাদিব ও নূরনবী ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক গোলাপ, ছাত্রদল নেতা জুয়েল প্রমুখ। কর্মশালায় সদর, পৌর,সদর উপজেলা এবং দিনাজপুর (সদর) ৩ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


















