বুধবার বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির আয়োজনে সমিতির সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারন সম্পাদক মোঃ রহমত আলীর নেতৃত্বে সমিতির সদস্যরা সমিতির ৩ জন কার্যনির্বাহী কমিটির সদস্য পদোন্নতি পাওয়ায় তাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমিতির অস্থায়ী কার্যালয়ে সকাল পোনে ৯ টায় সমিতির সভাপতি মোঃ ফরিদ হোসেন এর সভাপতি আলোচনা সভা শেষে সমিতির সদস্যরা কার্য নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহীন (জেলা জজ কোর্টের কর্মচারী), সমিতির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন (দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর কর্মচারী) ও সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ জেসমিন আক্তার জেসি (জেলা মৎস্য অফিসের কর্মচারী) কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ গাফফারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজেদুর রহমান, দিনাজপুর জেলা কালেক্টর ইউনিটের সাধারন সম্পাদক ও সমিতির সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফিজুর রহমান, সহ-মহিলা সম্পাদক মোছাঃ শাহিদা খাতুন ও প্রবীন সদস্য আব্দুর রহমান মোল্লা। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ ফরিদ হোসেন বলেন, সমিতির সদস্যরা পদোন্নতি পাওয়াতে আমরা আনন্দিত। সাংগঠনিকভাবে তাদের মূল্যায়ন করতে আমারা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি।

















