দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তাইফ নামে ২ বছর বয়সী এক শিশুসহ দুইজন নিহত এবং বাসের ২০জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাইফ (২) বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে এবং বিনোধ অধিকারী চিরিরবন্দর কলেজ মোড় এলাকার বসিন্দা ।
দিনাজপুরের দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে এমকে এন্টারপ্রাইজ নামে একটি বাস যাত্রী নিয়ে রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে নতুন ভুষিরবন্দর তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারে ধাক্কা লেগে পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ২০জন আহত হয়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ১৪জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ২বছর বয়সী শিশু তাইফ এবং পরে বিনোধ অধিকারী নামে আরেকজন মারা যায়। বর্তমানে হাসপাতালে গুরুতর আহত ১২জন ভর্তি রয়েছেন।
দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মাহাবুল কবির জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর বিকি’সাধীন অবস্থায় এক শিশুসহ দুইজন মারা গেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

















