Friday , 9 January 2026 | [bangla_date]

দিনাজপুরে ভোটের গাড়ী কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা মোঃ ফাওজুল করিম খান এবার ভোটের মাধ্যমে জনগন বুজিয়ে দিবে এদেশের মালিক জনগন

দিনাজপুরে ভোটের গাড়ী কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা মোঃ ফাওজুল করিম খান
এবার ভোটের মাধ্যমে জনগন বুজিয়ে
দিবে এদেশের মালিক জনগন
‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনাজপুরে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম চালু হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি দিনাজপুর বড়মাঠে দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুত, জ¦ালানী ও খণিজ সম্পদ মন্ত্রনালয় উপদেষ্টা মোঃ ফাওজুল করিম খান।
অনুষ্ঠানে বিদ্যুত জ¦ালানী ও খণিজ সম্পদ মন্ত্রনালয় উপদেষ্টা মোঃ ফাওজুল করিম খান বলেন, প্রতিটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়ে আসছে। এবার কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। অর্ন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষ ও র্নিদলীয়। আমাদের লক্ষ্য অবাধ ও সুষ্টু নির্বাচন করা। আমরা কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নিবে না।
তিনি বলেন, এ দেশে জনগণ কখনোই ক্ষমতার উৎস হয়ে উঠেনি। কিন্তু এবার ভোটের মাধ্যমে জনগন বুজিয়ে দিবে এদেশের মালিক জনগন। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গনভোট। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধসহ হাজারো প্রশ্নের উত্তর দিবে এই গণভোট। সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটাররা তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারবেন। তাতে কেউ বাধা দিতে পারবে না, সেই ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, দিনাজপুরে অনেক সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ভোটার রয়েছে। তারা যাতে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলে সহযোগিতা চান উপদেষ্টা ফাওজুল কবির খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটের গাড়ী প্রচার অনুষ্ঠানে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস

মরে যাচ্ছে ঢেপা নদী, নদীর বুকে আবাদ হচ্ছে বিভিন্ন ফসল

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে মন্দিরে ১৪৪ ধারা জারি

রানীশংকৈলে শিক্ষকের কাছে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ শ্লীলতাহানির ঘটনায় মামলায় আটক- তুলা রাম পাল !

বীরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে রক্তাক্ত মেঝে, নিরুদ্দেশ এক যুবক, রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ

বীরগঞ্জে গাঁজার গাছসহ একজন গ্রেফতার !

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন  সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল

বিরলে চেয়ারম্যান পদে ৩ ও সাধারন সদস্য পদে ১ জনের মনোনয়ন বাতিল

বোচাগঞ্জে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শহিদুল চৌধুরী গ্রেফতার

সেতাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন