১০ জানুয়ারী শনিবার বিরল উপজেলার টিনপাড়া, বাসুদেবপুর শীতার্ত ওড়াও-আদিবাসীদের মাঝে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রুবিনা আক্তার, সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ এবং খেলাঘরের সাধারণ সম্পাদক প্রমথেশ শীল। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নিপা শেঠ। কম্বল বিতরণ করতে গিয়ে বক্তারা বলেন, পিছিয়ে পড়া, অনগ্রসর, সুবিধা বঞ্চিত মানুষদের কেউ খোঁজ রাখে না। এই প্রচন্ড শীতে গ্রামে-গঞ্জে অনেক অসহায় শীতার্ত মানুষরা কষ্ট ভোগ করছে। তাদের শীত নিবারণের জন্য মহিলা পরিষদ এগিয়ে এসেছে। তারই আলোকে আজ আমরা বিরল উজেলার টিনপাড়া, বাসুদেবপুর শীতার্ত ওড়াও-আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ করছি।


















