Thursday , 29 January 2026 | [bangla_date]

দিনাজপুরে মাইনুল আলমের সমর্থনে মহিলা জামায়াতের নির্বাচনী মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এই নির্বাচনী মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেল সাড়ে ৩টায় শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। প্রায় ৪ শতাধিক নারী কর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট লিলির মোড় ও হাসপাতাল মোড় অতিক্রম করে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের জেলা সেক্রেটারি মোছাঃ মোস্তাকিমা বেগম ও অঞ্চল মহিলা বিভাগের টীম সদস্যা আফরোজা বেগম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা মিছিলে নেতৃত্ব দেন।
মিছিল শেষে কর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমরা অ্যাডভোকেট মাইনুল আলম ভাইকে বিজয়ী করে এই আসনটি উপহার দিতে চাই। দিনাজপুরে ভোটের মাঠে মহিলা বিভাগের সরব উপস্থিতিই আমাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করবে। নির্বাচনী প্রচারণায় কর্মীদের আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, প্রত্যেক কর্মীকে বিনয় ও নম্রতার সাথে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কারও সাথে কোনো প্রকার উগ্র আচরণ করা যাবে না। ইসলামী মূল্যবোধ বজায় রেখে মানুষের মন জয় করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাইতে হবে।
অনুষ্ঠিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিলে অন্যান্যদের মধ্যে নেতৃত্ব দেন মহিলা বিভাগের জেলা টিম সদস্য নার্গিস আরা বেগম ও আজিফা খানম, দিনাজপুর শহর ও সদর মহিলা বিভাগ টিম সদস্যা রিফাত সালেহীন, মুন্নিয়ারা, শাহনাজ পারভীন, লুৎফুন নাহার, শেফালী বেগম, শাপলা বেগম প্রমুখ।
মিছিলে অংশগ্রহণ করেন জেলা, শহর এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দ। নির্বাচনী এই তৎপরতা ঘিরে স্থানীয় মহিলা বিভাগের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু

আটোয়ারী আলোয়াখোয়া রাশমেলা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন

রাণীশংকৈলে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবীগঞ্জে চীনের উপহারের হাসপাতাল স্থাপনের দাবিতে মান-বব-ন্ধন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

পীরগঞ্জে বিনামুল্যে সার-বীজ বিতরণ

রাণীশংকৈল পৌর সভায় টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন

শেখ হাসিনা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন সম্ভব নয় -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু !