Monday , 5 January 2026 | [bangla_date]

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শুভসংঘের শীতউপকরণ বিতরণ

দিনাজপুরে তীব্র শীত বাড়তে থাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতউপকরণ বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে খোদমাধবপুর খলিলুল্লাহ তা‘লিমুল কুরআন মাদ্রাসা লিল্লাহ বোডিং-এর শিক্ষার্থীদের মাঝে এই শীত উপকরণ বিতরণ করা হয়।
শনিবার সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে ৪৮ জন শিক্ষার্থীরদের পা মোজা ও ভ্যাসলিন তুলে দেওয়া হয়।
শীতের কারণে দিনাজপুরে গত কয়েকদিন ধরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ভোর ও রাতের দিকে কুয়াশা ঘন হয়ে আসায় সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও শীতজনিত সমস্যায় ভুগছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শুভসংঘের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘ সদরের উপদেষ্টা এমদাদুল হক মিলন, সদর উপজেলার সভাপতি মো. আসতারুল আলম, সহ-সভাপতি মো. মোমিনুল ইসলাম, সদস্য লিটন হোসেন আকাশ, শিবশ্রী রায় এবং সিফাত আজমাইন।
শীত উপকরণ বিতরণ অনুষ্ঠানে শুভসংঘ সদরের উপদেষ্টা এমদাদুল হক মিলন বলেন, “দিনাজপুরে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। বিশেষ করে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে শীত উপকরণ দিয়ে আমাদের সহায়তা করছেন বসুন্ধরা শুভসংঘ। ”
সদর উপজেলা সভাপতি মো. আসতারুল আলম বলেন, “শীতের তীব্রতা থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে আমরা নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, শীতের এই সময়ে শিশুদের ত্বকের যতœ নেওয়া এবং পা গরম রাখা অত্যন্ত জরুরি। অনেক সময় অসচেতনতার কারণে শিক্ষার্থীরা শীতে অসুস্থ হয়ে পড়ে, যা তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়।
তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন সুস্থ শরীরে নিয়মিত মাদ্রাসায় আসতে পারে। ভ্যাসলিন এবং মোজা বিতরণের এই উদ্যোগটি ছোট মনে হলেও, এটি শিশুদের স্বাস্থ্য রক্ষায় এবং তাদের মাদ্রাসায় আসার আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রাখবে।”
শীত উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত