দিনাজপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাউস সহ ১৬জন এবং প্রক্সি দিতে এসে ২জন মোট ১৮জন আটক হয়েছে। এ সময় ১৬টি ডিভাইস জব্দ করা হয়েছে।
শুক্রবার দিনাজপুরে মোট ৪৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র থেকে ১৮ জনকে আটক করা হয়
পুলিশ জানায়, আকটকৃতদের মধ্যে দিনাজপুরে মোট ৪৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো ৩৩ হাজার ৮৫৬জন। বিকাল ৩টা থেকে সাড়ে৪ টা পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় দিনাজপুর ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুল থেকে ২জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১জন, কাদের বক্স মেমোরিয়াল কলেজ (কেবিএম) থেকে ২জন, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ১জন, দিনাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ১জন, দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে ১জন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১জন , দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) থেকে ১ জন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসা থেকে ৪জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১জন, কেরি মেমোরিয়াল হাই স্কুল থেকে ১ জনকে ডিভাইসহ আটক করা হয়। এছাড়াও কাদের বক্স মেমোরিয়াল কলেজ (কেবিএম) কেন্দ্রে প্রক্সি দিতে আসা ২জনকে আটক হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন(ক্রাইম)বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে জানা গেছে আটককৃত পরীক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ১৫ লাখ টাকা করে নেয়া হয়েছে। আমরা এই চক্রটিকে ধরার জন্য কাজ করছি। আমাদের কাছে ডিভাইস ব্যবহারের কৌশল আগে থেকেই জানা ছিল। তাদেরকে পরীক্ষাকেন্দ্র থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


















