বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর জেল রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহাবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালদার ইসলাম সজিব, বাবলু চৌধুরী প্রমুখ।
এসময় মরহুম আরফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

















