দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে
উপকারভোগীদের মাঝে উন্নত প্রযুক্তিতে গবাদি
প্রাণি ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
শনিবার দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে কর্ম এলাকার ৪৫০টি হতদরিদ্র পরিবারের মধ্য থেকে নির্বাচিত ৪৫০জন উপকারভোগীর মাঝে উন্নত প্রযুক্তিতে গবাদি প্রাণি ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করে টেকসই জীবিকায়নে সক্ষম করে তোলা।
এ কার্যক্রমের আওতায় চেহেলগাজী ও শেখপুরা ইউনিয়নে আয়োজিত দুটি প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম সরাসরি উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন। তিনি আধুনিক পদ্ধতিতে গবাদি প্রাণি ও হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, সুষম খাদ্য ব্যবস্থাপনা ও নিরাপদ খামার ব্যবস্থাপনা বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বলে মন্তব্য করেন। প্রশিক্ষণে সার্বিক তত্বাধায়নে ছিলেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র প্রোগাম অফিসার উজ্জল রেমা। তিনি বলেন ওয়ার্ল্ড ভিশন দরিদ্র অসহায় এবং পিছিয়ে পড়া নারীদের স্বাভলম্বি করতে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ।

















