শ্রমিক পরিবারে ১৯ লাখ ৩০ হাজার টাকার অনুদান, ত্রি-বার্ষিক নির্বাচন পেছানোর সিদ্ধান্ত
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫) এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৃত ও পঙ্গু শ্রমিকসহ শ্রমিক পরিবারের মেয়েদের বিবাহের জন্য মোট ১৯ লাখ ৩০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ‘ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬’ পেছানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর পিডিবি মোড়স্থ সংগঠনের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী।
সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি সৈয়দ সপু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহŸায়ক এ কে এম মাসুদুল ইসলাম ও যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান সাজু, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফ উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা কালিতলা শ্রমকল্যাণ উপকমিটির সম্পাদক এরফান, ডুগডুগী হাট শ্রমকল্যাণ উপকমিটির সভাপতি আলহাজ্ব মো. ওহাব মোল্লা, পাকেরহাট শ্রমকল্যাণ উপকমিটির সম্পাদক মো. মহসীন আলী শাহ এবং সদর থানা পিকআপ শ্রমকল্যাণ উপকমিটির সাংগঠনিক সম্পাদক মো. নয়ন।
আলোচনা শেষে অতিথিবৃন্দের পরামর্শক্রমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সংগঠনের ‘ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬’ পেছানোর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরে অতিথিবৃন্দ শ্রমিক পরিবারের মাঝে মোট ১৯ লাখ ৩০হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করেন। এর মধ্যে ১০জন মৃত শ্রমিক পরিবারের প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা, ৬জন পঙ্গু শ্রমিককে প্রত্যেককে ৫৫হাজার টাকা করে মোট ৩ লাখ ৩০হাজার টাকা এবং ৫০জন শ্রমিকের মেয়ের বিবাহের জন্য প্রত্যেককে ২১ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডুর সঞ্চালনায় সভার শুরুতে সকাল সাড়ে ৯টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ শেষে সংগঠনের মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।


















