দিনাজপুর নাট্য সমিতির উদ্যোগে
বিশিষ্ট রাজনীতিবিদ লুৎফর রহমান
চৌধুরীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত
শতবর্ষের নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে প্রবীন রাজনৈতিক, সাবেক এমপি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর জেলা সভা ও দিনাজপুর নাট্য সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে নাট্য সমিতি মিলনায়তনে।
নাট্য সমিতির সভাপতি বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু। মরহুম কাজী আবু জাফর মোহাম্মদ লুৎফর রহমান চৌধুরী’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সহ-সভাপতি ও জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহিদুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ শফিকুল ইসলাম, রাজনীতিবিদ কমরেড হবিবর রহমান, রবিউল আউয়াল খোকা, শওকত আলী খান, এ্যাডঃ রেয়াজুল আলী রাজু, এ্যাডঃ আব্দুল সাঈদ, এ্যাডঃ ফিরোজ ইব্রাহিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দিন বাচ্চু, নুরুর মতিন সৈকত ও মরহুমের পুত্র কাজী ইসমেত আহমেদ রুশাদ চৌধুরী। বক্তারা বলেন, কাজী লুৎফর রহমান চৌধুরী ছিলেন প্রচার বিমুখ একজন রাজনৈতিকবিদ, কেন্দ্রীয় নেতা থেকে গ্রামের কর্মীদের কাছে তিনি ছিলেন বড় আশ্রয়স্থল। তিনি দিনাজপুরে রাজনৈতিক আন্দোলন ছাড়াও সামাজিক প্রতিটি আন্দোলনে তাকে আমরা থাকতে দেখেছি। দেশের প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আর্থিক সাহায্য করেছেন। এমন একজন হৃদয়বান, উদয়মান, আত্মত্যাগী নেতাকে আমরা হারালাম। তার আদর্শ এবং রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরে একটি বই প্রকাশ করলে আমাদের প্রজন্মরা তার সমন্ধে জানতে পারবে।


















