Tuesday , 6 January 2026 | [bangla_date]

দিনাজপুর-৫ আসনে বেড়েছে নারী ভোটার নতুন ভোটার ২৭ হাজার ৩৮১জন

দিনাজপুর-৫ আসনে বেড়েছে নারী ভোটার  নতুন ভোটার ২৭ হাজার ৩৮১জন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর-৫ আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ২৭ হাজার ৩৮১জন। নতুন ভোটারদের সিংহভাগই তরুণ, যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে দিনাজপুর-৫(ফুলবাড়ী-পার্বতিপুর) আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জনে। এর মধ্যে নারী ভোটার ১৩হাজার ৯২৭জন এবং পুরুষ ভোটার ১৩ হাজার ৪৫৪জন। যা পুরুষের চেয়ে নারী ভোটার সংখা বেশি বেড়েছে।
চুড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে এ আসনে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার একই ছিলেন। তবে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১টি । আগে যেখানে কেন্দ্র ছিল ১৪০টি, এবার তা বেড়ে হয়েছে ১৪১টি।
ফুলবাড়ী ও পার্বতিপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে গত নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ২লাখ ২৫হাজার ৩জন, পুরুষ ভোটার ছিল ২লাখ ২৫ হাজার ১২৯জন।
এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জনে। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৮১ জন। এই তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ ও পার্বতিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার।
জানোগেছে, ফুলবাড়ী উপজেলায় একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে গত নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৫০ হাজার ৪১ জন। এবার তা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। কেন্দ্র সংখ্যা রয়েছে ৫২টি, যা অপরিবর্তিত।
পার্বতিপুর উপজেলায় একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে গতবার ভোটার ছিলেন ৩ লাখ ৯৪ জন। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৬২ জন। ভোটার বেড়েছে ১৮ হাজার ৯৬৮ জন। কেন্দ্র বেড়ে হয়েছে ৮৯টি। দুটি উপজেলায় মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৮১ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তালিমের নামে কিছু মহিলা গ্রামে গ্রামে ঘুরে বেহেস্তের টিকিট বিক্রি করছেন ,,,,,বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

বিষধর রাসেলস ভাইপার ও অজগর সাপ দেখা মিলায় বিরল সীঁমান্ত এলাকায় সাপ আতংক

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বেসিক কোর্স’র ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

হাকিমপুরে হাঁসে-মানুষে বিরল বন্ধুত্ব

পীরগঞ্জে চেতনানাশক স্প্রে দিয়ে ঘুম পাড়িয়ে ইটভাটা মালিকের বাড়িতে জানালা ভেঙ্গে চুরি

ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের ৩৯তম মুলতবী সাধারণ সভা

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

আটোয়ারীতে মহান মে দিবস পালিত

৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জ পৌরশহরে বেদে কন্যাদের উৎপাতে অতিষ্ঠ মানুষ