ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর-৫ আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ২৭ হাজার ৩৮১জন। নতুন ভোটারদের সিংহভাগই তরুণ, যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে দিনাজপুর-৫(ফুলবাড়ী-পার্বতিপুর) আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জনে। এর মধ্যে নারী ভোটার ১৩হাজার ৯২৭জন এবং পুরুষ ভোটার ১৩ হাজার ৪৫৪জন। যা পুরুষের চেয়ে নারী ভোটার সংখা বেশি বেড়েছে।
চুড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে এ আসনে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার একই ছিলেন। তবে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১টি । আগে যেখানে কেন্দ্র ছিল ১৪০টি, এবার তা বেড়ে হয়েছে ১৪১টি।
ফুলবাড়ী ও পার্বতিপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে গত নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ১৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ছিল ২লাখ ২৫হাজার ৩জন, পুরুষ ভোটার ছিল ২লাখ ২৫ হাজার ১২৯জন।
এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জনে। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৮১ জন। এই তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ ও পার্বতিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার।
জানোগেছে, ফুলবাড়ী উপজেলায় একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে গত নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৫০ হাজার ৪১ জন। এবার তা বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। ভোটার বেড়েছে ৮ হাজার ৪১৩ জন। কেন্দ্র সংখ্যা রয়েছে ৫২টি, যা অপরিবর্তিত।
পার্বতিপুর উপজেলায় একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে গতবার ভোটার ছিলেন ৩ লাখ ৯৪ জন। এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৬২ জন। ভোটার বেড়েছে ১৮ হাজার ৯৬৮ জন। কেন্দ্র বেড়ে হয়েছে ৮৯টি। দুটি উপজেলায় মোট ভোটার বেড়েছে ৭৭ হাজার ৩৮১ জন।


















