Wednesday , 14 January 2026 | [bangla_date]

দিনাজপুর-৬ আসনে ভোটের লড়াইয়ে একই গ্রামের দুই আইনজীবী এমপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বইছে নির্বাচনী হাওয়া। তবে এই আসনের একটি গ্রামকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতুহল ও আলোচনা।
নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রাম থেকে এবার একই সাথে দুইজন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের বড় দুটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়ে তারা এখন ভোটের মাঠে একে অপরের মুখোমুখি। মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থীই পেশায় আইনজীবী এবং একই গ্রামের বাসিন্দা। তারা হলেন, অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম। তিনি ভোটারপাড়া (সোনারপাড়া) গ্রামের মোঃ ইব্রাহিমের সন্তান। বর্তমানে জেলা বাসদ-এর অন্যতম সদস্য এবং বাসদ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। অপরদিকে অ্যাডভোকেট মোঃ রেজাউল হক। তিনি একই গ্রামের (ঘোনারপাড়া) মরহুম আহম্মদ আলীর সন্তান। জাতীয় পার্টি থেকে তাকে লাঙ্গল প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। ইতোমধ্যেই যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃক এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। একই গ্রাম থেকে দুই হেভিওয়েট প্রার্থী হওয়ায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী সোহেল রানা জানান, আমাদের গ্রাম থেকে একসঙ্গে দুইজন এমপি প্রার্থী হওয়ায় আমরা গর্বিত। এতে এলাকার পরিচিতি বেড়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জয়ের মালা কে পরেন। অপর বাসিন্দা তাহাজুল ইসলাম বলেন, এটি আমাদের সৌভাগ্য। জনগণ যাকে যোগ্য মনে করবেন, তাকেই নির্বাচিত করবেন। বাসদ প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম বলেন, প্রতিযোগিতায় আমি বিশ্বাসী। জনগণের রায়ে যদি সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে রাষ্ট্রের ও এলাকার টেকসই উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোঃ রেজাউল হক জানান, এক গ্রাম থেকে দুই প্রার্থী হওয়া প্রমাণ করে আমাদের এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মানুষ রয়েছে। এতে গণতন্ত্র শক্তিশালী হবে। আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
এই দুইপ্রার্থীর পাশাপাশি দিনাজপুর-৬ আসনে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন (বিএনপি), মোঃ আনোয়ারুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), নুরে আলম সিদ্দিক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ব্যারিস্টার সানি আব্দুল হক (এবিপার্টি), শাহনেওয়াজ শুভ (স্বতন্ত্র)। একই গ্রামের দুই সন্তানের এই লড়াইকে কেন্দ্র করে পুরো উপজেলায় বইছে চায়ের কাপে ঝড়। এখন শুধু অপেক্ষা ভোটযুদ্ধের চূড়ান্ত ফলাফলের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চার চোখ ও দুই মাথা বিশিষ্ট বাছুর

প্রকৃত ও সঠিক নিয়মে প্রাণির রোগ সনাক্ত করতে পারলে মানুষ সুরক্ষিত থাকবে

বঙ্গমাতার জন্মদিনে হরিপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ

কাহারোলে শিক্ষার আলো ছড়াচ্ছে খালেদা আলম বিদ্যাপীঠ

বোচাগঞ্জে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্ত করায় থানায় পিতার অভিযোগ

ফুলবাড়ীতে বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান, বেশি দামে আলু বেচলে কঠোর ব্যবস্থা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আটোয়ারীতে উপকারভোগিদের মাঝে গাছ বিক্রয়ের টাকা বিতরণ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩জন

বীরগঞ্জে দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত