Friday , 23 January 2026 | [bangla_date]

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে উপকরণ বিতরণ

বৃহস্পতিবার দীপশিখা এর বাস্তবায়নে ও লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সার্বিক সহযোগিতায় ”দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে সিভিল সার্জন দিনাজপুর ডা. মো: আসিফ ফেরদৌস এর সভাপতিত্বে ২৩ জন প্রতিবন্ধী শিশু ও যুবদের মধ্যে সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ওয়াকিং ফ্রেম, স্ট্যান্ডিং ফ্রেম, করর্ণার ফ্রেম, টয়লেট চেয়ার) বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর, কাহারোল ও বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, মেডিকেল অফিসার এবং ওর্য়াল্ড হেলথ অর্গানাইজেশন এর প্রতিনিধী। দীপশিখার কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ। সার্বিক সমন্বয় এব দায়িত্বে ছিলেন প্রকল্প সমন্বয়ক হিমাংশু দেব দত্ত রায়। সিভিল সার্জন দিনাজপুর তাঁর বক্তব্যে প্রতিবন্ধিতার কারন ও প্রতিকারের উপায় বিষয়ে আলোচনা করেন এবং প্রতিবন্ধী ব্যক্তির যেকোন স্বাস্থ্য বিষয়ক সেবার জন্যে স্থানীয় সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা গ্রহণের জন্যে সচেতন করেন। দীপশিখার এমন কার্যক্রম স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিবার এবং রুরাল ডেভলাপমেন্টে যথেষ্ঠ অবদান রাখবে জানিয়ে তাঁর বক্তব্য সমাপ্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও