নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার রাতে নবরূপী গৃহে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারন সম্পাদক (ভারঃ) মোঃ আতিকুর রহমান নিউ। নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর চলমান সাংগঠনিক কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন নবরূপীর সহ-সভাপতি মোঃ নাজমুল হক, মানস কুমার ভট্টাচার্য, কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক রওনক আরা হক নীপা, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী, সঙ্গীত সম্পাদক ফরহাদ আহমেদ, চারু কলা সম্পাদক বিলকিস জান্নাত, প্রশিক্ষণ সম্পাদক রাকিব হাসান রানা, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, মোকসেদ আলী মঙ্গলিয়া। এছাড়া সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সহ-সভাপতি শহিদুল ইসলাম সহিদুল্লাহ, সহ-সাধারন সম্পাদক রবিউল আউয়াল খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক।
বক্তারা বলেন, সাংস্কৃতিক জগতে আব্দুস সামাদ একজন বটবৃক্ষ। তার ছায়াতলে দিনাজপুরের অনেক প্রতিষ্ঠান আলোকিত হয়ে সাংগঠনিক কর্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি তার চিন্তা-চেতনায় সব সময় সংগঠনের উন্নয়ন। তিনি যেন শতবর্ষ এভাবেই আমাদের অভিভাবক হিসেবে বেঁচে থাকেন। আব্দুস সামাদ তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি নবরূপীসহ বেশ কিছু সংগঠনের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত আছি। তারা আজ সারাদিন আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। এটাই আমার পাওয়া। সৎ মানসিকতা থাকলে কোন কাজ পড়ে থাকে না। আমি সবাইকে নিয়ে সকল সমস্যার সমাধান করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর নাট্য সম্পাদক মোঃ শামীম রাজা।


















