দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে বিরল এলজিইডি ইকো পার্কে।
“আমরা থাকবো-আমরা আছি”-সংগঠনের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে কেক কেটে ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং নবরূপীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্বাগত বকত্ব্য রাখেন নবরূপীর সাধারন সম্পাদক (ভারঃ) মোঃ আতিকুর রহমান নিউ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ নাজমুল হক, সুনীল চক্রবর্তী, সহ-সাধারন সম্পাদক রওনক আরা হক নীপা, কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যজন কাজী বোরহান এর কন্যা বর্ণা আহমেদ, দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ শামীম কবির, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, কথা সাহিত্যিক জলিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গলিয়া, খন্দকার আরিফুজ্জামান নাঈম, নাট্য ব্যক্তিত্ব তারেকুজ্জামান তারেক ও নুরুজ্জামান জামান। অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক বিলকিস জান্নাত ও সদস্য সচিব মোঃ রাকিব হাসান রানা’র সার্বিক তত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে নবরূপীর সঙ্গীত সম্পাদক ফরহাদ আহমেদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাট্য সম্পাদক মোঃ শামীম রাজা। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার বিজয় হোক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে। আমরা বিশ্বাস করি একমাত্র সাংস্কৃতিক চর্চাই পারে মানুষকে ঐক্যবদ্ধ হতে। একমাত্র সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।


















