Monday , 26 January 2026 | [bangla_date]

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের দীর্ঘ দিনের ভোটের আকাক্সক্ষা বাস্তবায়ন করা হবে ——–ইউএনও মারুফ হাসান

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেছেন, এই নির্বাচনে মানুষের মন জয় করেই প্রার্তীদের ভোট নিতে হবে। অতীতে যারা ভোট কেন্দ্র দলখ করে ভোট নিয়েছে এই নির্বাচনে সেই সুযোগ নেই। কোন ব্যাক্তি বা রাজনৈতিক দল নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রশাসন তা কঠোর ভাবে দমন করবে। আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের দীর্ঘ দিনের ভোটের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে চাই। খুর শ্রীঘই থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে। অস্ত্র উদ্ধারে সহযোগিতাকারী ব্যাক্তির পরিচয় গোপন রাখার পাশাপাশি তাকে পুরস্কৃত করা হবে। ২৬ জানুয়ারী সোমবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এছাড়াও সভায় বোচাগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, উপজেলা কৃসি অফিসার কৃষিবিদ নয়ন সাহা, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু কায়েস বিন আজিজ, ইউপি যথাক্রমে চেয়ারম্যান সাহান পারভেজ, ওয়াক্কাস কাঞ্চন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলম, এনএসআই প্রতিনিধি ও বিজিবির ক্যাম্পকমান্ডরসহ সরকারী কর্মকতাবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত