Saturday , 17 January 2026 | [bangla_date]

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিশ্চিতে বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান

বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দেশব্যাপী আইনশৃক্সখলা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার ১৬ জানুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। পুলিশের এই অভিযানে বিশেষভাবে হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল রোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সড়ক পরিবহন আইন লংঘনকারী মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অনেক চালককে হেলমেট ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়াও মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযান প্রসঙ্গে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। আইনশৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।”
তিনি আরও বলেন, সাধারণ জনগণ আইন মেনে চললে অপরাধ দমন সহজ হবে। এজন্য পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
স্থানীয় সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি অভিযান চালানো হলে মাদক, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বীরগঞ্জ উপজেলায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হৃদয় থেকে রবীন্দ্র-নজরুলকে হারিয়ে ফেললে স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটাপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে পল্লী বদ্যিুতরে গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠতি

প্রধানমন্ত্রীর উপহার হরিপুরে ১০১ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে সংবাদপত্র বিতরণ সংগঠন সমবায় সমিতির নুতন কমিটির- সভাপতি শম্ভু বর্মন, সাধারণ সম্পাদক হাবিব

ভাবকী গ্রামে এবারও বিনামূল্যে চাল বিতরণ

বোদায় বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফসলের, কৃষকের স্বস্তির হাসি

বোদায় বৃষ্টিতে প্রাণ ফিরেছে ফসলের, কৃষকের স্বস্তির হাসি

ইছামতি নদীতে ভাসমান সবজি বাগান: সবজি চাষে সফল মোস্তাকিম ইসলাম

দিনাজপুর বাবুর্চি উন্নয়ন সমিতির আলোচনা ও মতবিনিময় সভা

আটোয়ারীতে পুকুর থেকে ৮ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার ! সবার প্রশ্ন হত্যা না আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মামলা