বোদা,পঞ্চগড় প্রতিনিধি॥পঞ্চগড়ের বোদায় অনুমোদনবিহীন ভেজাল সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩ শত ২ লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৭ হাজার টাকা।
১৮ জানুয়ারি বিকেলে বোদা উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাম ফকিরপাড়া এলাকার আব্দুর রাজ্জাক (৪২), পিতা. দবিরুল ইসলামের বসত বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত ১জন হলেন, মোছা. মনি বেগম(৩০) স্বামী, মো. আব্দুর রাজ্জাক।
সোমবার পুলিশ জানায়, বোদা উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাম ফকির পাড়া এলাকায় আব্দুর রাজ্জাকের বসতবাড়ীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা বাজার থেকে ভেজাল সয়াবিন তেল সংগ্রহ করে ‘তুফান ফার্টিফাইড সয়াবিন তেল” ব্রান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার জন্য প্রস্তুত করছিলো। এসব সয়াবিন তেলে ভেজাল অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে অবৈধভাবে ভেজাল খাদ্যদ্রব্য সয়াবিন তেল তৈরি করে বাজারে বিক্রির জন্য সংরক্ষণ করে। এছাড়াও বোতলের গায়ে বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো যুক্ত মোড়ক গায়ে সংযুক্ত করে বাজারজাত এবং বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে।
গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এস আই খুরশিদ আলমের নেতৃত্বে চেকপোস্ট ও টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজারজাত করার উদ্দেশ্যে প্রস্তুতকৃত ২১ কার্টুন তেল যার প্রতিটিতে ১৬ টি করে ৯০০ গ্রাম ওজনের ভেজাল সয়াবিন তেলের বোতল, প্লাস্টিকের কর্কে সীল লাগানোর একটি সচল হটগান সহ তেলের বোতলে ব্যবহারের জন্য অনুমোদন হীন লেবেল জব্দ করে। এ সময় গ্রেফতারকৃত আসামী বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, অনুনমোদিত ব্রান্ডের লেবেল লাগিয়ে অনিবন্ধিত ভাবে খাদ্যেপকরণ আমদানি, মজুদ করে দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় গোপনে বাজারজাত করে জনস্বাস্থ্যের ক্ষতিসাধন করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভেজাল সয়াবিন তেলসহ গ্রেফতার হওয়া ১ জন নারী আসামীকে থানায় আনা হয়। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। অপর একজন পলাতক আসামি আব্দুর রাজ্জাক কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।
বোদায় হাজী সমিতির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত
বোদা, পঞ্চগড় প্রতিনিধি ॥পঞ্চগড়ের বোদায় বোদা উপজেলা ও বোদা পৌর হাজি সমিতির উদ্যোগে সোমবার বোদা পৌরসভার ভাষাই নগর এলাকায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়- ২আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ । এ সময় বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপজেলা ও পৌর এলাকার কয়েক শত জন হাজী অংশগ্রহণ করে।
















