পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় পৌর এলাকার তুলারডাঙ্গা এলাকার অসহায় নারী তহমিনা বেগম। করতোয়া নদীর পাড়ে ভাঙাচোরা একটি ঘরে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। প্রায় এক বছর আগে স্বামী রিয়াজুল ইসলাম অন্য এক নারীকে নিয়ে নিরুদ্দেশ হওয়ার পর থেকেই চরম সংকটে পড়েন তিনি। অভাবের তাড়নায় অর্ধাহারে অনাহারে দিন কাটছিল তহমিনা ও তার তিন সন্তানের। মেয়ে রুকাইয়া এবং দুই ছেলে তাহমিদ ও হোসাইন সব থাকতেও যেন এতিম।
নিত্যদিনের খাবার জোগাড় করাই যেখানে অনিশ্চিত; সেখানে সন্তানদের মুখে ঠিকমতো খাবার তুলে দেয়াও হয়ে উঠেছিল কঠিন। এই করুণ পরিস্থিতির খবর পেয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান ‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিত সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার। গতকাল বুধবার দুপুরে তিনি নিজে ওই পরিবারের বাড়িতে গিয়ে এক মাসের খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল, সাবানসহ প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন। পাশাপাশি শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটান। দুঃসময়ে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তহমিনা বেগম। চোখে আনন্দাশ্রু নিয়ে তিনি বলেন, অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। সন্তানদের জন্য কিছু করতে পারছিলাম না। এই সাহায্য আমাদের জন্য বড় আশীর্বাদ। সহায়তা পেয়ে খুশি তহমিনার সন্তানদের মুখেও দেখা যায় স্বস্তি আর আনন্দের ছাপ।
এ সময় অ্যাডভোকেট আহসান হাবিব সরকার বলেন, সমাজে এমন অনেক অসহায় পরিবার আছে, যাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নিজের দায়বদ্ধতা থেকে আমি আমার সীমিত সাধ্য নিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। খুবই অসহায় পরিবারটি। তাদের পাশে অন্যদেরও এগিয়ে আসা উচিত। পরিবারটিকে আইনগত সহায়তা দেয়ারও আশ্বাস দেন তিনি।


















