পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার শুরু হয়েছে। পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি)। সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি সরকার হায়দার। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি বাংলাভিশন ও কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল ও বাংলাদেশ প্রেস কাউন্সিল (পিআইবি)’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ। কর্মশালার প্রথম দিনের অধিবেশনে সংবাদকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক। গণমাধ্যমকর্মীদের দক্ষতা আরও বৃদ্ধি করা এবং মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বাড়ানো, যথাযথ, গঠনমূলক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন প্রতিবেদন তৈরিতে প্রতিবেদকের সক্ষমতা তৈরি করার জন্যই এই কর্মশালা বলে তিনি জানান। দুইদিনের ওই প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড়ের ৫০ জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছে।


















