পঞ্চগড় প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণের দাবিসহ পাঁচ দফা দাবিতে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমথর্কদের পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দাবির প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সাথে জরুরী বৈঠকে বসেন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম ও জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন। সেখান থেকে বের হয়ে দাবিগুলো জরুরী বাস্তবায়নের আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।
এ সময় সারজিস আলম বলেন, অবৈধ ব্যানার ফেস্টুন আগামী সপ্তাহের মধ্যে সরাতে হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করতে হবে। বিগত তিনটি নির্বাচনে দ্বায়িত্ব পাওয়াদের বাদ দিতে হবে। সেই সাথে মাদরাসা শিক্ষকদের নির্বাচনে দ্বায়িত্ব দিতে হবে। তবে রাজনৈতিক পদধারীদের বাদ দিতে হবে। তিনি আরও বলেন, দেশ সংবিধান অনুযায়ী চলে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী চলে না। এই বাংলাদেশ আগের বাংলাদেশ না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। কোন অন্যায় অনিয়ম হলে আর কোন প্রতিবাদ নয় প্রতিহত করা হবে।
জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান বলেন, বিএনপি ও ১১ দলের প্রার্থীকে আচরণ বিধির বিষয়ে আমি জানিয়েছি। তারা এসব মেনে চলবেন বলে আমাদের জানিয়েছেন। ১১ দলের যে কয়েকটি দাবি দেয়া হয়েছে। সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন।
এর আগে গত বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত টাকা ৫ ঘন্টা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাচনের নানা অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা। রাতেই পাঁচ দফা দাবি জানিয়ে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হলেও গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আবারও তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে। তারা সেখানে প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে।


















