বোদা(পঞ্চগড়)সংবাদদাতাঃ
পঞ্চগড়: পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জাসদের (মোটরগাড়ি) সংসদ সদস্য প্রার্থী এমরান আল আমিন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে দক্ষ ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা পরিষদে স্থানীয় শিক্ষিত গুণীজন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমরান আল আমিন বলেন, “এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনায় সত্যিকারের শিক্ষানুরাগী ও যোগ্য মানুষদের দায়িত্ব দেওয়া হবে। আমরা দলীয় লেজুড়বৃত্তির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই।” তিনি বিগত সরকারগুলোর সমালোচনা করে বলেন, “গত কয়েক দশকে দলীয় বিবেচনায় পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে, যা নিয়োগ বাণিজ্য ও অদক্ষতার পথ সুগম করেছে। আমরা এই চর্চা বন্ধ করে দক্ষতা ও নিষ্ঠার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা নিশ্চিত করব।” উল্লেখ্য, পঞ্চগড়-২ আসনে আগামী নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়ভাবে শিক্ষাখাতে সংস্কারের এই প্রতিশ্রুতিকে ভোটারদের মধ্যে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলে জানা গেছে।
















