পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। সকালে স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সহ সভাপতি সাইদুজ্জামান রেজা ও সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় কর্মশালায় সাংগঠনিক কাঠামো সক্রিয়তা, সাংবাদিকদের বৈশিষ্ট্য, ভাষা, উপমা, কৃষি ও প্রকৃতি, সাংবাদিকতা বুনিয়াদি, ভিডিও সাংবাদিকতা, ছবি, ফ্রেমিং ও টেলিভিশন সাংবাদিকের বৈশিষ্ট্য এবং রিপোর্টিং বেসিক ধারণার ওপর প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল আই ও জনকণ্ঠের এ রহমান মুকুল, চ্যানেল ২৪ ও আমার দেশের হোসেন রায়হান, যুগান্তরের এস এ মাহমুদ সেলিম, করতোয়ার সামসউদ্দীন চৌধুরী কালাম, ইন্ডিপেনডেন্ট টিভি ও সমকালের সফিকুল আলম, এখন টিভি ও কালের কণ্ঠের লুৎফর রহমান এবং প্রথম আলোর রাজিউর রহমান রাজু। কর্মশালায় পঞ্চগড় প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন।


















