পঞ্চগড় প্রতিনিধি
আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য একান্নবর্তী পরিবার। কিন্তু কালের আবহে হারিয়ে গেছে একান্নবর্তী পরিবারগুলো। ভেঙে হয়েছে টুকরো টুকরো। তবে এখনও পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় টিকে আছে কিছু যৌথ পরিবার। আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব সংকটে ভোগা এসব পরিবারকে খুঁজে সম্মানিত করার উদ্যোগ নিয়ে শিশুস্বর্গ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুধু যৌথ পরিবার নয়; সংসারের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সুখি শাশুড়ি বউমাকেও সম্মাননা দিয়েছে তারা। এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় গত শনিবার রাতে তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলার সাড়ে সাত হাজার শিশুকে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেয়ার শীত আনন্দ উৎসবের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়ের একটি যৌথ পরিবার ও একটি পরিবারের বউ শাশুড়িকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।
এবার সেরা যৌথ পরিবারের জন্য এবার সম্মাননা পেয়েছেন পঞ্চগড় জেলা শহরের পশ্চিম জালাসী এলাকার ফিরোজা বেগমের পরিবার। ৫ মেয়েকে বিয়ে দেয়ার পর তার রয়েছে ৫ ছেলে ৫ বউমা, ১ মেয়ে ও ৭ জন নাতি নাতনি। পরিবারের ১৯ সদস্যের রান্না হয় একই হাড়িতে। ননদ-ভাবী আর জা’দের সম্পর্ক যেন বন্ধুর মতো। কারো মধ্যে নেই হিংসে আর আভিজাত্যের বড়াই। ওরা সবাই নিজেদের কাজ কর্ম ভাগাভাগি করে নেয়। সেরা বউ শাশুড়ির সম্মাননা পেয়েছেন পঞ্চগড়ের সুগারমিল এলাকার আলেয়া খাতুন ও তার তিন বৌমা সাহিদা আক্তার, সাদিয়া হাসমিম ও সাইফুন নাহার। বউ শাশুড়ির সম্পর্ক এখানে মা মেয়ের মতো। পরিবারের ১৫ সদস্য একসাথে টিকে থাকার যে লড়াই সেখানে এই বউ শাশুড়িদের ভূমিকা অনেক বড়। বউ রা অসুস্থ শ^শুরের সেবা যতœ করেন নিজের বাবার মতো। সেই সাথে হাসি ঠাট্টায় কেটে যায় দিন তাদের।
জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ বলেন, আমাদের সমাজে এখনো যেসব যৌথ পরিবার টিকে আছে আমরা তাদের সম্মানিত করতে চেয়েছে। তাদেরকে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে সমাজে পরিবারের বউ শাশুড়িদের নিয়ে কেবল নেতিবাচক দিকগুলো নিয়েই আলোচনা হয়। এখনো অনেক পরিবার রয়েছে যেখানে বউ শাশুড়িদের সম্পর্ক মা মেয়ের মতো। আমরা এমন বউ শাশুড়িকেও সম্মানিত করার চেষ্টা করেছি। আমরা চাই আগামীর আধুনিক সমাজে কিছু ভালো বার্তা দিতে। এ সময় অন্যদের মধ্যে কবীর আহমেদের স্ত্রী নাহিদা আক্তার আকন্দ, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এড. আহসান হাবিব, শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি মুরাদ হাসান উপস্থিত ছিলেন।

















