বোদা(পঞ্চগড়)সংবাদদাতাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো: এমরান আল আমিন একটি অসাধারণ ও শান্তিপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, নির্বাচনে তিনি জয়ী হন বা পরাজিত হন—বিজয়ী প্রার্থীর বাসায় তিনি স্বেচ্ছায় ফুলের মালা ও মিষ্টি নিয়ে যাবেন। নির্বাচনী প্রচারণা শুরুর দিন বৃহস্পতিবার সকালে তিনি এ ঘোষনা দেন৷ তার এই উদার ঘোষণা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। এমরান আল আমিন বলেন, “নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব এবং জনগণের রায়। এই রায় যেই হোক না কেন, আমাদের তা মেনে নিতে হবে। আমার লক্ষ্য একটি সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি—নির্বাচনের পর, বিজয়ী যিনিই হোন, আমি তার বাসায় ফুলের মালা ও মিষ্টি নিয়ে গিয়ে তাঁকে অভিনন্দন জানাব।” তিনি আরও বলেন, রাজনীতি যেন শত্রুতা বা বিভেদের মাধ্যম না হয়ে বরং জনসেবা ও দেশ গড়ার হাতিয়ার হয়—সেই চেতনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমরান আল আমিনের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ ও তরুণ প্রজন্ম এই উদ্যোগকে “রাজনীতিতে সম্প্রীতি ও সংহতির অনন্য দৃষ্টান্ত” হিসেবে অভিহিত করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের মনোভাব নির্বাচন-পরবর্তী সম্ভাব্য উত্তেজনা প্রশমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এবং এটি গণতান্ত্রিক চর্চাকে আরও পরিণত ও মার্জিত রূপ দেবে।উল্লেখ্য, পঞ্চগড় ২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরগাড়ি মার্কার প্রার্থী মো: এমরান আল আমিনসহ একাধিক প্রার্থী। তার এই ঘোষণা নির্বাচনী প্রচারণায় একটি ইতিবাচক ও আলোচিত বিষয় হয়ে উঠেছে।


















