পঞ্চগড় প্রতিনিধি
‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে ৭৩তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবস পালন উপলক্ষে গতকাল রোববার জেলার সদর উপজেলার মাগুড়া প্রধানপাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে স্কুল চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম। বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান, টিএলএমআইবি নীলফামারীর রুরাল হেলথ্ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মো. আনোয়ার হোসেন, মাগুড়া প্রধানপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার (টিবি-লেপ্রসী) মো. নাহিদ মাহবুব। শোভাযাত্রা ও আলোচনা সভায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


















