পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা জাগপা’ সহ-সভাপতি ও পঞ্চগড় বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম মফি ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মরহুমের জানাজা নামাজ শেষে জেলা শহরের ধাক্কামারাস্থ ডিস্টিলারীজ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাগপার সভাপতি ব্যারিস্টরার তাসমিয়া প্রধান এবং সহ সভাপতি ও দলীয় মূখপত্র রাশেদ প্রধান, জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ সভাপতি শামুসজ্জামান নয়ন মাস্টার ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী।

















