পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদৈর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার (অতিক্তি দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবধন বর্মন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মজিরুল ইসলাম ও মনোয়ার হোসেনসহ স্কুলের শিক্ষকরা। বিকেলে স্কুল মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

















